বেশ কিছুদিন আগে থেকে Vivo T3 Ultra মোবাইলটি সম্পর্কে কম বেশি গুন্জন শোনা যাচ্ছিল। অবশেষে মোবাইলটি লঞ্চ হবার আগেই তার দাম প্রকাশ্যে নিয়ে এলো Vivo মোবাইল কোম্পানি। চলতি এই সপ্তাহে ভারতে নতুন Vivo T3 Pro 5G স্মার্টফোনের আগমনের পর, Vivo T3 সিরিজে যুক্ত হতে যাচ্ছে তার চতুর্থ মডেল Vivo T3 Ultra। এই ফোনটি সিরিজের পঞ্চম স্মার্টফোন হিসেবে বাজারে আসবে, যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবুও, লিক হওয়া তথ্যে ফোনটির দাম ও বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়েছে তবে উল্লেখ্য যে বেশ কিছু স্বনামধন্য ওয়েবসাইটে মোবাইলের দাম সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
ভারতে Vivo T3 Ultra ফোনের সম্ভাব্য দাম হতে পারে
৮GB RAM ও ১২৮GB স্টোরেজ ৩০,৯৯৯ রুপি দামে লঞ্চ বলে প্রত্যাশা করা যাচ্ছে। ৮GB RAM ও ২৫৬GB স্টোরেজসহ ৩২,৯৯৯ রুপি এবং ১২GB RAM ও ২৫৬GB স্টোরেজ সহ ৩৪,৯৯৯ রুপি দামে বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।
Vivo T3 Ultra ফোনের স্পেসিফিকেশন
- প্রসেসর:Vivo T3 Ultra এ থাকতে পারে ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি ৯২০০+ অক্টা-কোর প্রসেসর।
- ডিসপ্লে: ফোনটিতে ৬.৭৭ ইঞ্চির FHD+ কার্ভ এমোলেড ডিসপ্লে থাকতে পারে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করবে।
- ক্যামেরা: ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেল OIS সোনী সেন্সর ও একটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স থাকবে। সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সম্ভাবনা রয়েছে।
- ব্যাটারি:ফোনটিতে ৫,৫০০mAh ব্যাটারি থাকবে যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
- অন্যান্য ফিচার :এটি IP64 রেটিংসহ আসবে এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
ফোনটি কাদের জন্য ভালো হবে
ফোনটি বিশেষ করে যারা গেমিং করেন না তাদের জন্য ও যারা ফটোগ্রাফি করে থাকেন তাদের জন্য বেশ ভালো হবে।
আরো জানতে পারেন: ৮ হাজার টাকার কমে মিলবে রিয়েলমির নতুন স্মার্টফোন
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)
One Comment