Realme Narzo 70 এর আনঅফিশিয়াল দাম প্রকাশ্যে এলো বাংলাদেশে,সম্প্রতি এপ্রিল মাসে Realme Narzo 70 সম্পর্কে বিস্তারিত তথ্য ঘোষণা করে রিয়েলমি স্মার্টফোন কোম্পানি। মোবাইলটির সম্ভাব্য লঞ্চের তারিখ আগষ্ট মাসে। তবে মোবাইলটি অফিসিয়ালি বাংলাদেশের বাজারে লঞ্চ এর আগেই মোবাইলটির আনঅফিসিয়াল দাম জানা গিয়েছে। মোবাইলটির 8GB+128GB ভেরিয়েন্টের এর দাম ২৭,০০০ হতে পারে আনঅফিশিয়ালি।
মোবাইলটিতে যা যা থাকবে
- ৮ জিবি RAM
- ১২৮ জিবি ROM
- মোবাইলটির পেছনের ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেল এর ক্যামেরা ও ২ মেগাপিক্সেল এর ডুয়াল সেট আপ ক্যামেরা।
- মোবাইলটি সেলফি ক্যামেরা হিসেবে থাকতে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা।
- 6.67 ইঞ্চি বড় ডিসপ্লে রয়েছে এই ফোনটিতে। মোবাইলটির ডিসপ্লের টাইপ AMOLED।
- MediaTek Dimensity 7050 এর চিপসের থাকবে এই ফোনে যা 6nm প্রযুক্তিতে তৈরি একটি চিপসেট।
- মোবাইলটিতে অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে যা সর্বোচ্চ ১ টেরাবাইট আকারের পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।
- মোবাইলটিতে রয়েছে ৫০০০ মিলিএম্পিয়ারের একটি বড় ব্যাটারি ও 45W ফার্স্ট চার্জিং সুবিধা থাকছে এই ফোনটিতে।
- মোবাইলটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। যা বর্তমান সময়ে সকালের প্রিয় একটি ফিঙ্গারপ্রিন্ট।
সবসময় কিছু মিলিয়ে Realme Narzo 70 স্মার্টফোনের বাজারে জনপ্রিয় একটি স্মার্টফোন হতে চলেছে। তবে খুব শীঘ্রই আমরা এই ফোনটির বিস্তারিত রিভিউ প্রকাশ করবো।
আপনি আরো জানতে পারেন: ডিসপ্লেতে চমক দেখাবে Samsung Galaxy Z Fold6
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)