আমরা বরাবরি চাই যে, আমাদের কাছে মিড রেঞ্জে এমন একটি স্মার্টফোন থাকুক সেই মোবাইলটি আমাদের পারফরম্যান্সের দিক থেকে যথেষ্ট এগিয়ে রাখুক। বর্তমানে চলতি মাসে টেকনো মোবাইল কোম্পানি কর্তৃক একটি স্মার্টফোন বাজারে আসতে চলেছে। তাহলে চলুন দেরি না করে Tecno Spark 20 Pro 5G এর পারফরম্যান্সে কি থাকছে জেনে নেওয়া যাক।
গ্রাফিক্স পারফরমেন্সের জন্য রয়েছে Mali-G57 MC2 GPU, যা মোবাইল গেমিং এবং গ্রাফিক্স ইনটেনসিভ অ্যাপ্লিকেশন চালানোর জন্য বেশ ভালো।

Tecno Spark 20 Pro 5G ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 6080 চিপসেট, যা 6 nm প্রযুক্তিতে নির্মিত( চিপ সেটের আকার মাত্র ৬ ন্যানোমিটার) । এটি একটি পাওয়ারফুল চিপসেট যা দ্রুত ক্ষমতা সম্পন্ন পারফরমেন্স প্রদান করতে সক্ষম। এর Octa-core প্রসেসর দুটি 2.4 GHz Cortex-A76 কোর এবং ছয়টি 2.0 GHz Cortex-A55 কোর নিয়ে তৈরি। এই কোর গুলোর সমন্বয়ে ফোনটি মাল্টিটাস্কিং এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যাপ ও গেম চালাতে বেশ ভালো। Cortex-A76 কোরগুলো মূলত বেশি প্রসেসিং পাওয়ার প্রয়োজন হলে ব্যবহৃত হয় এবং Cortex-A55 কোরগুলো সাধারণ কাজের জন্য ব্যবহৃত হয় যা পাওয়ার এফিশিয়েন্সি বৃদ্ধি করে।
এবার মেমোরির দিকে তাকালে দেখা যায় যে ফোনটিতে রয়েছে ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই বৃহৎ RAM ক্যাপাসিটি ফোনের মাল্টিটাস্কিং ক্ষমতা বৃদ্ধি করে এবং স্লোডাউন ছাড়াই বেশ কিছু অ্যাপ একসাথে চালানোর সক্ষমতা প্রদান করে। ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যথেষ্ট স্পেস প্রদান করে ফটো, ভিডিও, অ্যাপ এবং অন্যান্য ফাইল সংরক্ষণের জন্য। তাছাড়া, ফোনটিতে রয়েছে microSDXC কার্ড স্লট যা ব্যবহার করে স্টোরেজ আরো বৃদ্ধি করা যায়।
সবশেষে বলা যায় যে, মোবাইলটি পারফরমেন্সের দিক থেকে কোন কমতি রাখেনি বাজেট অনুযায়ী। তবে আপনি যদি এই মোবাইলটির ক্যামেরার রিভিউ না জেনে থাকেন তাহলে দেখে নিন: লঞ্চের আগেই লিক হল Tecno Spark 20 Pro 5G এর ক্যামেরা রিভিউ
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)