Smartphones
Honor Play9T পাওয়া যাবে মাএ ২০ হাজারে
Honor Play9T গত ৬ সেপ্টেম্বর ২০২৪ সাল হতে মোবাইলে বাজারে পাওয়া যাচ্ছে মোবাইলটি। মোবাইলটির ফিচার অনুযায়ী মোবাইলটিতে বেশি চমক লক্ষ্য করা যায় কারণ মোবাইলটিতে রয়েছে ৬০০০ মিলি এম্পিয়ারের একটি বড় ব্যাটারি এবং চার্জিং সুবিধা হিসেবে রয়েছে ৩৫ ওয়াটের ফার্স্ট চার্জিং সুবিধা।
মোবাইলটির দাম বাংলাদেশে ২০ হাজার টাকা হতে পারে তথ্যসূত্রে জানা গিয়েছে। মোবাইলটির ফিচার সমূহ হলো:
- মোবাইলটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল+২ মেগাপিক্সেলের ক্যামেরা। ও সামনের ক্যামেরা ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
- মোবাইলটি ৫ জি স্মার্টফোন।
- মোবাইলটি পানির ছিটা ও ধুলা প্রতিরোধ ব্যবস্থা রয়েছে।
- মোবাইলটিতে ব্যবহার করা আছে, লেটেস্ট অপারেটিং সিস্টেম।
- মোবাইলটি দুইটি স্টোরে স্টেপে পাওয়া যাচ্ছে ১২৮ জিবি ও ২৫৬ জিবি। তবে মোবাইলটি ভেরিয়েন্টের কথা উল্লেখ করলেন মোবাইলটি পাওয়া যাবে ৮জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ২৫৬ জিবি, ৮ জিবি+ ২৫৬ জিবি।
- মোবাইল টিতে রয়েছে ৬০০০ এমিলি এম্পিয়ার এর একটি বড় ব্যাটারি চার্জ দীর্ঘক্ষণ ধরে মোবাইল ব্যবহার করতে খুব সাহায্য করে। এবং মোবাইলটা চার্জ করার জন্য রয়েছে ৩৫ ওয়াটের একটি চার্জার।
- মোবাইলটি তিনটি কালার প্যান্টে বাজারে পাওয়া যাচ্ছে। মোবাইলটি তিনটি কালার হচ্ছে কালো, সাদা, সবুজ।
আরো জানতে পারেন: Vivo Y18t শক্তিশালী স্পেসিফিকেশন ও চমৎকার ডিজাইন
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)