হাত থেকে পড়ে গেলেও ভাঙে না এই ফোন এমন একটি নিউজ প্রকাশিত হচ্ছে। আর নিউজে যে মোবাইলটিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে সেই মোবাইলটি হচ্ছে Oppo A3x। বর্তমানে মোবাইলটির দাম বাংলাদেশে ১৬,৯০০ টাকা অফিশিয়ালি নির্ধারণ করা হয়েছে। এই মোবাইলটি বেশ কয়েকটি ধাপে মোবাইলটি পরীক্ষা করা হয়েছে। মোবাইলটি বেশ শক্ত ফিচার রয়েছে যার কারণে হাত থেকে পড়ে গেলেও মোবাইলটি অক্ষত থাকে।
অপো নতুন স্মার্টফোন Oppo A3x নিয়ে এসেছে দেশের বাজারে, ৬.৬৭ ইঞ্চি পর্দার এই ফোনটির সামনে ও পেছনে যথাক্রমে ৫ ও ৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। ৪ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ সম্বলিত এই ফোনটির মূল্য ১৬ হাজার ৯৯০ টাকা নির্ধারিত হয়েছে। দুই বছরের বিক্রয়োত্তর সেবা অন্তর্ভুক্ত রয়েছে।
যা ৫১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে ৪৫ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি সুবিধা প্রদান করে। এ ফোনটি শক রেজিস্ট্যান্সের সুবিধা থাকায় দ্রুত চার্জ হয় এবং হাত থেকে পড়ে গেলেও সহজে ভাঙে না। এছাড়া, এটি পানিরোধী হওয়ায় বৃষ্টিতে ভিজলেও নষ্ট হয় না।
এই ফোনের পর্দায় এক হাজার নিটস ব্রাইটনেস সুবিধা থাকায় সরাসরি রোদের আলোর মধ্যে স্পষ্টভাবে লেখা দেখা যায়। তাছাড়া, চোখে বাড়তি চাপ না পড়ায় ছবি বা ভিডিও দেখা যায় খুবই আরামদায়ক ভাবে।
আরো জানতে পারে: মিলছে ৮০০ টাকার মধ্যে বাটন ফোন ২০২৪ সালে
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)