Feature Phones
Trending

সিম্ফনি বাটন ফোনে থাকছে স্মার্টফোনের লুক

আমরা কমবেশি সবাই বাটন মোবাইল ব্যবহার করে থাকি। আর এই বাটন মোবাইল বলে সাধারণত প্রচলিত ধারায় একই ডিজাইনের হয়ে থাকে। তবে এক্ষেত্রে সিম্ফনি এবার বাটন ফোনের ডিজাইনে ব্যতিক্রম নিয়ে এসেছে। মোবাইলটি পিছনের ক্যামেরা সেটআপ এমনভাবে করা হয়েছে আজ রাতে যেকোনো ব্যবহারকারীর মনে হবে এটি ডুয়াল ক্যামেরা সেটআপ সমৃদ্ধ একটি স্মার্টফোন। তাহলে দেরি না করে চলুন Symphony S70 সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

সিম্ফনি বাটন ফোনে থাকছে স্মার্টফোনের লুক
Symphony S70

Symphony S70 এর স্পেসিফিকেশন

  • মোবাইলটির বিশেষ আকর্ষণ হচ্ছে মোবাইলটিতে সাইড মাউন্টেন্ট সিম স্লট রয়েছে। এছাড়া আর সাউন্ড কমবেশি করার জন্য স্মার্টফোনের অনুরূপ ভলিয়ম বাটন রয়েছে। এছাড়া মোবাইলটির এই বডি অর্থাৎ সাইড মাউন্টেন্ট পাওয়ার বাটন রয়েছে।
  • মোবাইলটির দ্বিতীয় আকর্ষণ বলা যায় মোবাইলটি একদম স্লিম। সাধারণত দূর থেকে দেখে মনে হবে না এটি একটি বাটন ফোন। এই মোবাইলটিতে বডি ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ও গ্লাস বডি। মোবাইল দিয়ে বডির ডাইমেনশন হচ্ছে 126×53.5×9.7 মিলিমিটার। বর্তমানে এই মোবাইলটি চারটি কালারে বাজারে পাওয়া যাচ্ছে।
  • মোবাইলটি তৃতীয় আকর্ষণ বলা যায় মোবাইলটিতে যে ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ স্মার্ট ফোনের ন্যায়।মোবাইলটির পিছনের অংশে দুইটি ক্যামেরা রয়েছে তবে একটি ক্যামেরা কাজ করে। আর এই ক্যামেরা হচ্ছে ডিজিটাল ক্যামেরা যা 8X পর্যন্ত জুম করতে সক্ষম।
  • মোবাইলটি চতুর্থ আকর্ষণ হচ্ছে মোবাইলটি তথাকথিত বাটন ফোনের নেয় ব্যবহার করা হয়নি বরং এই বাটন ফোনটিতে ফিক্সড ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা ১২০০ মিলি এম্পিয়ারের একটি ব্যাটারি। এই মোবাইলটি চার্জ হতে আনুমানিক তিন ঘন্টা সময় প্রয়োজন হবে।
  • মোবাইলটি ডিসপ্লে রাখার হচ্ছে ২.৪ইঞ্চি ও ডিসপ্লে টাইপ হচ্ছে TFT। মোবাইলটি ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 240×320 পিক্সেল।
  • মোবাইলটির নেটওয়ার্ক টাইপ হিসেবে থাকছে 2G সুবিধা। তবে এই মোবাইলটিতে সিম কার্ড ব্যবহার করতে হলে ন্যানো আকৃতির সিম কার্ড ব্যবহার করতে হবে।
  •  মোবাইলটি সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, মোবাইলটিতে রয়েছে ৩.৫ মিলিমিটার জ্যাক
  • এছাড়া ফোনটিতে এফ এম রেডিও রয়েছে যা ওয়্যারলেস, ব্লুটুথ সহ বাটন ফোনে যে সকল ফিচার থাকে তার সকল ফিচারি রয়েছে।
  • এই মোবাইলটিতে আপনি সর্বোচ্চ ১৬ জিবি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।

তবে গ্রাহকদের একটি চাওয়া ছিল এই বাটন ফোনে। এই চাওয়াটি হচ্ছে এই মোবাইলটিতে Java থাকতে হবে। তবে মোবাইলটিতে এই ফিচার উপলব্ধ নয়।

Symphony S70 এর দাম কত

Symphony S70 এর দাম ১,৯৯৯ টাকা। মোবাইলটি আপনি বাংলাদেশের যেকোনো সিম্ফনির শো রুম সহ সকল মোবাইল দোকানে পাবেন।

যারা বিশেষ করে স্টাইলিশ বাটন ফোন ব্যবহার করতে চান তাদের জন্য এই মোবাইলটি সেরা হতে চলেছে।

আপনি আরো জানতে পারেন: মাএ ৫৭৯০ টাকায় ভারতে লঞ্চ হয়েছে শাওমি

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

Rate this post

Mobile Dokan Price

This profile publishes articles from the Mobile Dokan Price editorial team and its own correspondents All the details of the technology world are verified and published from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *