Smart Brands
Trending

কীবোর্ড এর দাম ২০২৩

keyboard price in 2023 in bangladesh

কীবোর্ড এর দাম ২০২৩ সম্পর্কে জানতে চান? আমরা মূলত অনলাইনে কীবোর্ডের দাম  সম্পর্কে অনুসন্ধান করে থাকি। কীবোর্ড মূলত কম্পিউটার ব্যবহার করা হয়। সাধারণত ভালো মানের কীবোর্ড ৮০০ থেকে ৫০০০ পর্যন্ত  টাকা হয়ে থাকে। তবে ভালোর কোন শেষ নেই। তবুও আজ আমরা বাজারের সেরা কয়কটি কীবোর্ড এর দাম ২০২৩ সম্পর্কে আপনাকে জানাবো:-

কীবোর্ড এর দাম ২০২৩কীবোর্ড এর দাম ২০২৩

কীবোর্ড এর দাম ২০২৩

বাজারে মূলত অনেক ধরনের কীবোর্ড পাওয়া যায় জানলে তো অনেক ব্র্যান্ডের হয়ে থাকে এ সকল কীবোর্ড কোনটি ভালো হয়ে আবার কোনটি খারাপ হয় তবে এ স্থায়িত্ব  উপর নির্ভর করে ও কীবোর্ডের কার্যকারিতার উপর নির্ভর করে বাজারে আজও শুরু থেকে যে ব্রান্ড টি সেরার তালিকার রয়েছে সেই ব্রান্ডটির নাম হল A4 tech ও অন্যান্য ব্রান্ড । নিচে আমরা সেরা ৫টি ব্র্যান্ড সম্পর্কে আপনাকে জানাবো:

A4 tech 

বাজারের সেরা কীবোর্ডের তালিকায় বরাবর যখন কোম্পানির কীবোর্ডগুলো সেরা হয়ে থাকে সেই কোম্পানিটি হচ্ছে  A4 tech।  নিম্নে আমরা A4 Tech কীবোর্ডের  সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেছি:-

A4 tech কীবোর্ড মডেল এর নাম কীবোর্ড এর বর্তমান দাম 
A4TECH KRS-85৮৫৭ টাকা মাএ
A4TECH KRS-83 ৮৮০ টাকা মাএ
A4TECH FK11৯৯০ টাকা মাএ 
A4tech KK-3330 ১১০৫ টাকা মাএ 
A4TECH 4200N১৮৭০ টাকা মাএ
A4TECH FG1010১৮৯০ টাকা মাএ 
A4TECH Bloody B885N ৪৪৫৫ টাকা মাএ 

Logitech

আমাদের মতামত নিজের দ্বিতীয় যে সেরা কীবোর্ড কোম্পানিটির নাম বলবো যদিও ভালো সেবা প্রধান করে যাচ্ছে একটু বেশি দামে সেটি হলো Logitech। Logitech এর কীবোর্ড সমূহের দাম নিচে উপস্থাপন করা হলো:-

Logitech কীবোর্ড এর মডেল কীবোর্ড এর বর্তমান দাম 
Logitech MK540 ৪৯০০ টাকা মাএ 
Logitech K120৮১০ টাকা মাএ 
Logitech MK200১৩১৫ টাকা মাএ 
Logitech MK215 ২০৯০ টাকা মাএ
Logitech MK220 ২১০০ টাকা মাএ 
Logitech MK235২৫৮৫ টাকা মাএ 
Logitech MK240 ২৭৭০ টাকা মাএ 

Asus

Asus বর্তমান সময়ের সেরা একটা কোম্পানি। তারা ল্যাপটপ কম্পিউটার কিবোর্ড অন্যান্য ইলেকশনের পণ্য বিক্রির পাশাপাশি যারা কীবোর্ড বিক্রি করে থাকে। সাধারণত asus এর কীবোর্ডের দাম তোলোমূলকভাবে একটু বেশি হয়ে থাকে আবার কোন কোন মানুষের দাম এর তুলনামূলকভাবে অন্য কীবোর্ড কোম্পানি থেকে একটু কম হয়। নিচে Asus কীবোর্ড এর দাম ২০২৩ উপস্থাপন করা হয়েছে:

  Asus কীবোর্ড এর দাম কীবোর্ড এর বর্তমান দাম 
Asus U2000 Keyboard ১৪৮০ টাকা মাএ 
Asus TUF Gaming K1 RGB৪৪০০ টাকা মাএ 
Asus Cerberus Mech Anti-Ghosting N-Key Rollover RGB ৯৮০০ টাকা মাএ 
Asus RA05 TUF Gaming K3 RGB৮৮০০ টাকা মাএ 
Asus ROG Strix Flare XA01 Cherry MX Brown Switch RGB১৫,৪০০ টাকা
Asus AC01 ROGজানা যায়নি
Asus TUF Gaming K7 RGBজানা যায়নি

Havit

Havit কীবোর্ড মূলত দামে পাওয়া যায় ও স্থায়ীত্বের দিক দিয়ে এই কীবোর্ডগুলো অনেকদিন ব্যবহার করা যায়। আরমানের দিক দিয়ে কীবোর্ডগুলো মোটামুটি ভালই। নিচে Havit কীবোর্ডের দাম ২০২৩ উপস্থাপন করা হয়েছে  করা হয়েছে

Havit কীবোর্ড এর মডেলকীবোর্ড এর বর্তমান দাম
HAVIT HV-KB327৬৬০ টাকা মাএ
Havit KB329 Wired৬৬০ টাকা মাএ
Havit HV-KB275L৯৯০ টাকা মাএ
Havit KB505L১০৩০ টাকা মাএ
Havit KB866L৯৯৯ টাকা মাএ
Havit GameNote KB500L১২১০ টাকা মাএ
Havit KB278GCM১০৫০ টাকা মাএ

Apple

ইলেকট্রিক পণ্য সমূহের মধ্যে দামী পণ্য বলা হয় Apple এর পণ্যকে আর মানের দিক দিয়ে Apple পণ্য সেরা পোডাক্ট হিসেবে পরিচিত। নিচে Apple

Apple কীবোর্ড এর মডেল এর নাম বর্তমান সময় Apple কিবোর্ড এর দাম
Apple(MQ052ZA/A)২০,৩৫০ টাকা মাএ
Apple (MK293LL/A)২৫,২০০ টাকা মাএ
Apple (MK2A3ZA/A)

১৭,৭৬০ টাকা মাএ

শেষ কথা

আশা করি আমরা আপনাকে কীবোর্ড এর দাম ২০২৩ সম্পর্কে জানাতে পেরেছি। গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পোডাক্ট এর দাম জানতে আমাদের সাথে থাকুন।

আরো পড়তে পারেন:

( আপনি সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

4.9/5 - (28 votes)

Lekha IT

কনটেন্ট লিখতে ভালবাসি,ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি, আমি এই ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে বর্তমানে আছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button