Smartphones
Trending

ওয়ানপ্লাস এর ফ্ল্যাগশিপ স্টোর বাংলাদেশে প্রথম চালু

ওয়ান প্লাস আমাদের কাছে পছন্দের একটি স্মার্টফোন। আর ওয়ানপ্লাসের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর সম্প্রতি বাংলাদেশে চালু হয়েছে বলে একটি নিউজ প্রকাশিত হয়েছে। বাংলাদেশে ওয়ানপ্লাসের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালু হয়েছে। আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডটি ঢাকায় যমুনা ফিউচার পার্কের শপিং মলে তাদের প্রথম অফিসিয়াল স্টোরের উদ্বোধন করেছে। এটি গত ৮ সেপ্টেম্বর শুক্রবার থেকে কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে।

ওয়ানপ্লাস এর  ফ্ল্যাগশিপ স্টোর বাংলাদেশে প্রথম চালুওয়ানপ্লাস এর  ফ্ল্যাগশিপ স্টোর বাংলাদেশে প্রথম চালু
ওয়ানপ্লাস এর ফ্ল্যাগশিপ স্টোর বাংলাদেশে প্রথম চালু

 

যমুনা ফিউচার পার্কের ‘৪সি-০১৮বি’ নম্বরের দোকানটি সপ্তাহের সাত দিন, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

এই ওয়ানপ্লাসের ফ্লাগশিপ স্টোর উদ্বোধনের অংশ হিসেবে, গ্রাহকদের জন্য একটি র‍্যাফেল ড্র-এর ঘোষণা করা হয়েছে। ৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত, ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ৫জি অথবা ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ৫জি স্মার্টফোন কেনার মাধ্যমে গ্রাহকরা র‍্যাফেল ড্রতে অংশ নিতে পারবেন এবং প্রাপ্ত পুরস্কারের মধ্যে থাকবে ওয়ানপ্লাস ফোনসহ আকর্ষণীয় গিফট বক্স।

ওয়ানপ্লাসের সিইও মেঙ্ক ওয়াং মন্তব্য করেছেন, “ঢাকায় আমাদের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালু করতে পেরে আমরা গর্বিত। স্টোরটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে গ্রাহকরা আমাদের পণ্যগুলোর সরাসরি ব্যবহার অভিজ্ঞতা পেতে পারেন।”

তথ্যসূত্র: সময় টিভি

আরো জানতে পারেন: শীঘ্রই শাওমির বাটন ছাড়াই স্মার্টফোন আসতে চলেছে

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

5/5 - (1 vote)

Mobile Dokan Price

This profile publishes articles from the Mobile Dokan Price editorial team and its own correspondents All the details of the technology world are verified and published from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *