Smart BrandsSmartphones
Trending

Infinix note 30 pro 2023

Infinix note 30 pro price in bangladesh

infinix মোবাইলের কথা চিন্তা করলে আমাদের প্রথমে মনে আসে যে, কম দামে ভালো মানের মোবাইলের কথা। এরই মধ্যে infinix note 30 pro এর পর বাজারে চলে এলো Infinix Note 30 pro।  আমরা জানি যে, Inifinix এর Note সিরিজের মোবাইল গুলো গুনে ও মানের দিক দিয়ে বেশ ভালো হয়ে থাকে। মোবাইলটি ২টি কালারে বাংলাদেশে পওয়া যাচ্ছে তা হলো Variable Gold,Magic Black তাহলে infinix note 30 pro সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

infinix note 30 pro এর দাম বাংলাদেশে 

Inifinix Note 13 pro মোবাইলটির ৮/২৫৬ জিবি ভ্যারিয়ান্ট মাএ ২৭,৯৯৯ টাকায় আপনি বাজারে পাবেন। 

Model  infinix note 13 pro
RAM & ROM 8/256 GB
infinix note 30 pro price in bangladesh  27,999
Launch Date  May,2023

Network and Connectivity

আপনি infinix note 30 pro মোবাইলটটিতে  Network হিসেবে সর্বোচ্চ 4G ব্যবহার করতে পারবেন। 5G নেটওয়ার্ক ব্যবহার করার সুবিধা পাচ্ছেন না। তবে আপনি আপনার সুবিধা অনুযায়ী 2G,3G হিসেবে ব্যবহার করতে পারবেন। মোবাইলটিতে রয়েছে দুইটি ন্যানো সিম ব্যবহার করার সুবিধা। 

Network  2G,3G,4G
5G No
SIM dual Nano Sim 

মোবাইলটিতে আপনি Connectivity হিসেবে প্রয়োজনীয় সকল ফিচার পাবেন। মোবাইলটি USB Type-Cএর। মোবাইলটিতে রয়েছে Wifi,GPS,Bluetooth, NFC,OTG,Radio ও ইত্যাদি। 

WiFi dual-band, Wi-Fi Direct
Bluetooth Yes
GPS Yes
USB USB Type-C (2.0)
Radio Yes
NFC Yes
OTG Yes

Body

অন্য কোন ফোন থেকে মোবাইলটি ওজনে একটু ভারী। মোবাইলটির ওজন মাএ ২০৫ গ্রাম। মোবাইলটি Glass Front প্লাস্টিক বডির তৈরি। Dimensions মোবাইলটিতে রয়েছে 168.5×76.5×8.5mm

Weight 205g
Dimensions 168.5×76.5×8.5mm
Body plastic body

Display

Inifinix Note 30 pro ২৭,৯৯৯ টাকার ফোন হয়েও যদি AMOLED ডিস্পলে না হয় তাহলে কি হয়। না হয়না। সেহতু Infinix আপনাকে এই বাজেটের সেরা ডিস্পেলে AMOLED touchscreen এই ফোনে সংযুক্ত করছে। মোবাইলটিতে আপনি পাচ্ছেন বেশ বড় একটা ডিস্পেলে,মোবাইলটির ডিস্পেলে সাইজ ৬.৭৮ ইঞ্চি। আপনি জেনে খুশি হবেন যে আপনি মোবাইলটির Resolution পাচ্ছেন 1080 x 2460 পিক্সেল (388 ppi) ও আপনি মোবাইলটি দিয়ে মাল্টিটাসকিং করতে পারবেন ও এর রিফ্রেশ রেট 120GHz হওয়াতে খুব স্মুথলি কোন সমস্যা ছাড়া মোবাইলটি কাজ করে। তাছাড়া আপনি মোবাইলটিতে 900 nits peak brightness পাবেন।

Display AMOLED touchscreen
Size 6.78 inches
Resolution 1080 x 2460 pixels (388 ppi)
Multitouch Yes
refresh rate 120 GHz

Performance

আপনি মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন Android 13। মোবাইলটিতে আপনি Chipset হিসেবে পাচ্ছেন Mediatek MT8781 Helio G99 (6nm) যার আকৃতি মাএ 6 ন্যামোমিটার। chipset এর আকার ছোট হওয়াতে একবার চার্জ করে বহুসময় বহুসময় ব্যবহার করা সম্ভব। মোবাইলটিতে CPU হিসেবে পাবেন Octa -core 2.0 GHz। GUP হিসেবে রয়েছে Mali-G57 MC2- 64 bit।

memory

আপনি এই মোবাইলটি বাজারে ২টি ভ্যারিয়্যান্টে পাবেন 128GB,256 GB । এছাড়া আপনি মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন। মোবাইলটির RAM ৮ জিবি।

Internal Memory 128 GB, 256 GB
External Memory Yes
Ram 8 GB

camera

মোবাইলটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল এর এিপল ক্যামেরা সেটাপ। এছাড়া আপনি সামনের ক্যামেরায় পাচ্ছেন ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ফিচারিস হিসেবে LED ফ্লাস, ও বিভিন্ন আকর্ষণীয় ফিচার রয়েছে। মোবাইলটি দিয়ে আপনি HD 1440p ও 1080p এ ভিডিও ধারণ করতে পারবেন।

Battery

মোবাইলটিতে আপনি 5000 mAh এর ব্যাটারি রয়েছে। যা আপনি অনায়াসে একবার চার্জ করে ১দিন ব্যবহার করতে পারবেন। মোবাইল চার্জ করার জন্য আপনি 68 W এর একটি চার্জার পাবেন।

speaker and security

মোবাইলটির স্পিকার যথেষ্ঠ ভালো। আপনি Dual Speakers পাচ্ছেন মোবাইলে ও 3.5mm Jack ব্যবহার করতে পারবেন।

আপনি side-mounted Fingerprint মোবাইলিতে পাবেন। তবে আমরা এ দামে ইনডিস্পলে Fingerprint আশা করেছিলাম। তবে ব্যবহারকারীদের সুবিধার্থে face unlock সিস্টেম রাখা হয়েছে।

ফোনটি কাদের জন্য ভালো হবে

যারা মূলত গেমিং ইউজার ও ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য এই ফোনটি।

আরো পড়তে পারেন: আগামীর জাতীয় স্মার্টফোন

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

4.9/5 - (46 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *