Smartphones
Trending

ভিভো মোবাইল দাম ২০২৪

ভিভো মোবাইল দাম ২০২৪ সালে জানতে চান?  তাহলে আজকের এই আলোচনাটি আপনার জন্য কেনোনা ২০২৪ সালে ভিভো মোবাইল কোম্পানি দুর্দান্ত ফিচারের বেশ কিছু স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে আর এসকল ফোন সম্পর্কে তো আমাদের এই ওয়েবসাইটে রেগুলার পোস্ট আপডেট করা হয় এটি আপনি জানলেও আমরা এই পোস্টে ভিভো মোবাইল দাম ২০২৪ সালে কত তা স্পষ্ট ভাবে তালিকা বদ্ধ করে উপস্থাপন করেছি।

ভিভো চীনের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন কোম্পানি। কোম্পানিটি ২০০৯ সাল থেকে স্মার্টফোন বিক্রি করে আসছে। বর্তমানে তারা বিশ্বের ১০০টির অধিক দেশে ভিভোর স্মার্টফোন পাওয়া যাচ্ছে। তবে বাংলাদেশে এই কোম্পানির মোবাইল ফোন গ্রাহকদের বেশ পছন্দের। তাহলে দেরি না করে আসুন আমরা ভিভো মোবাইল দাম ২০২৪ সালে কত এ সম্পর্কে জেনে নি।

ভিভো মোবাইল দাম ২০২৪
ভিভো মোবাইল দাম ২০২৪

ভিভো মোবাইল দাম ২০২৪

২০২৪ সালে ভিভো মোবাইলের দাম কত সে সকল তথ্য  নিন্মে উপস্থাপন করা হয়েছে ছক আকারে:

মডেল নম্বরদাম
vivo X100 Ultraমাত্র ৯০,০০০ টাকা
Vivo X Fold3 Proমাত্র ১৩০,০০০ টাকা
Vivo V30মাত্র ৫৯,০০০ টাকা
Vivo S18eমাত্র ৩০,০০০ টাকা
Vivo S18 Proমাত্র ৫৫,০০০ টাকা
Vivo Y36iমাত্র ২০,০০০ টাকা
Vivo Y100iমাত্র ২৫,০০০ টাকা
Vivo X100 Proমাত্র ৮০,০০০ টাকা
Vivo iQOO 12 Proমাত্র ৮০,০০০ টাকা
Vivo V29eমাত্র ৩৬,৯৯৯ টাকা
Vivo T2মাত্র ৩২,৫০০ টাকা
Vivo Y200মাত্র ৩২,০০০ টাকা
Vivo Y78Tমাত্র ২৪,৯৯০ টাকা
Vivo iQOO Z8xমাত্র ২৪,০০০ টাকা
Vivo iQOO Z7 Proমাত্র ৩৩,৫০০ টাকা
Vivo Y17sমাত্র ১৪,৯৯৯ টাকা
Vivo V25 5Gমাত্র ৪৮,০০০ টাকা
Vivo Y95মাত্র ৬,৭৩০ টাকা
Vivo V30মাত্র ৫৯,৯৯৯ টাকা
Vivo Y93মাত্র ৬,৬৫০ টাকা
Vivo Y11 মাত্র ৭,০০০ টাকা
Vivo Y02sমাত্র ১২,৫৯৯ টাকা

ভিভো মোবাইল কেনো সেরা? 

বেশ কয়েকটি কারণে ভিভো মোবাইল ব্যবহারকারীদের কাছে সেরা হিসেবে বিবেচিত হয়। এ সকল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে:

  • ভিভো মোবাইল মূলত কম দামের ভিতরে বেশি ফিচার অফার করে থাকে। এজন্য গ্রাহক ভিভো মোবাইলকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। 
  • ভিভো মোবাইল বিশেষ করে আকর্ষণীয় ডিজাইন ও নকশার জন্য বেশ পরিচিত। তবে ভিভো মোবাইলগুলি বেশ পাতলা ও হালকা হয়ে থাকে। 
  • vivo মোবাইলে আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ ক্যামেরা অফার করে থাকে। 

ভিভো মোবাইল ইএমআই এর মাধ্যমে ক্রয়

আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা একবারে একটি স্মার্টফোন কিনতে পারেন না অনেক টাকা খরচ করে। তাদের জন্যই ভিভো মোবাইল বেশ একটি পছন্দের সুবিধা প্রদান করতে পারে। বর্তমানে বেশ কিছু প্ল্যাটফর্ম গড়ে উঠেছে যারা ইএমআই এর মাধ্যমে মোবাইল ফোন বিক্রি করে থাকে। আপনি ভিভো এর অফিসিয়াল স্টোর থেকে জেনে নিতে পারেন যে আপনি ইএমআই এর মাধ্যমে মোবাইলটি ক্রয় করতে পারবেন কিনা। তবে ইএমআই এর মাধ্যমে আপনি যদি ক্রয় করতে চান তাহলে আপনার অবশ্যই ক্রেডিট কার্ড থাকতে হবে। 

শেষ কথা

বর্তমান সময়ের বাজারে সেরা মোবাইল গুলির মধ্যে vivo বেশ ভালো অবস্থানে রয়েছে। আপনি যদি কম দামে স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে ভিভো আপনার কাছে সেরা একটি স্মার্টফোন হতে চলেছে। তবে আপনার অবশ্যই বিকল্প কোম্পানির স্মার্টফোন সম্পর্কে ধারণা থাকা আবশ্যক।

আরো জানতে পারেন: শাওমি মোবাইল দাম ২০২৪ – রেডমি & এমআই 

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

5/5 - (2 votes)

Mobile Dokan Price

This profile publishes articles from the Mobile Dokan Price editorial team and its own correspondents All the details of the technology world are verified and published from here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thanks for watching! Content unlocked for this session.