Smart BrandsSmartphones
Trending

Tecno Camon 20 pro Price in Bangladesh 2023

Tecno Camon 20 pro Price in Bangladesh

Tecno Camon 20 Pro তাহলে কি এই বাজেটে এটিই সেরা ফোন। এমনকি অনেকেই ভাবছেন। তবে বাজেট বিবেচনায়  Tacno Camon 20 pro কে এ সময়ের সেরা ফোন বলা যায়। সময় ২০২৩ মে মাসের ৯ তারিখ। ফোনটির মে মাসে ৯ তারিখে মোবাইল বাজারে আসে। মোবাইল কি দুইটি কালার ভেরিয়েন্ট রয়েছে Serenity Blue,Predawn Black। ডিজাইন ও পারফরম্যান্স  এর দিকে লক্ষ্য করলে এই ফোনটি কে এই বাজেটের সেরা ফোন বলে অবিহিত করা যায়। আজকের আলোচনায় Tecno Camon 20 Pro কেমন ও কাদের জন্য ভালো হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা নিচে উপস্থাপন করা হয়েছে।

Tecno Camon 20 Pro এর দাম বাংলাদেশে

বর্তমানে বাংলাদেশের মোবাইল বাজারে Tecno Camon 20 Pro 

এর ৮/২৫৬ জিবি মোবাইলটি ২৪ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। Tecno Camon 20 Pro মোবাইলটি আপনি একটি ভ্যারিয়ান্টে বাজারে পাচ্ছেন। 

Connectivity

মেবাইলটি মূলত 4G সিম। তবে আপনি আপনার সুবিধার্থে মোবাইলটি  3G,2G করতে পারবেন। মোবাইলিতে বড় সিম বয়বহার করতে পারবেন না,মোবাইলটিতে ২টি ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন। এছাড়া মোবাইলটিতে রয়েছে Wifi hotspot, Bluetooth, GPS,Radio,USB v2.0,OTG,USB type -C,NFC

Body

Tecno Camon 20 pro Price in Bangladesh
Tecno Camon 20 pro Price in Bangladesh

মোবাইলটির ওজন কত গ্রাম সে সম্পর্কে আমরা সঠিক তথ্য পাইনি। তবে ধারণা জরা হচ্ছে যে মোবাইলির ওজন ২০০ গ্রামের মধ্যে থাকবে। মোবাইলটির ডিজাইনের কথা বললে তা যে কোন মানুষের নজর কারবে। মোবাইলটির স্ট্যাইল punch-hole,Material হিসেবে মোবাইলটিতে থাকছে Glass front। তবে মোবাইলের বডি তৈরি প্লাস্টিক দিয়ে। সাধারনত ২৫ হাজার টাকার মোবাইলে পানিতে ভিজিয়ে রাখলে ফোন ভালো থাকবে এমন ফিচার পাওয়া যায় না। এই মোবাইলটিও এই নিয়মের বিকল্প নয়। মোবাইলটির Dimensions হলো 163.4 x 76.7 x 8.2 millimeters

Display

২৫ হাজার টাকার মোবাইল কিনছেন আর আপনি 120Hz.   রিফ্রেশ রেট পাবেন না। এটা কি হয়। আপনি Tecno Camon 20 Pro মোবাইলটিতে পাচ্ছেন 120hz রিফ্রেশ রেট। মোবাইলটির ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চি। Protection হিসেবে এই মোবাইলের ডিসপ্লেতে কি ব্যবহার করা হয়েছে এখনো সেটি সম্পর্কে বিস্তারিত জানতে পারা যায়নি। তবে মেবাইলটিতে রয়েছে AMOLED Touchscreen ডিসপ্লে। মোবাইলটির রেজুলেশন Full HD+ 1080 x 2400 পিক্সেল। 

Camera

মোবাইলটির পিছনের ক্যামরা এিপল ক্যামেরা সেট আপ Triple 64 + 2 Megapixel + QVGA। 

মোবাইলটির পিছনের ক্যামেরায় থাকছে বিভিন্ন ধরনের ফিচার। মোবাইলটির পিছিনের ক্যামেরা দিয়েও আপনি ফুল HD (1080p)  ভিডিও রেকর্ড করতে পারবেন। 

মোবাইলটির সামনের ক্যামেরায় রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। মোবাইলটি দিয়ে আপনি ফুল HD (1080p) ভিডিও ধারণা করতে পারবেন। তবে আপনি মোবাইলটিতে পিছনে ও সামনের ক্যামেরাতে LED ফ্লাস পাচ্ছেন এটি একটি ভালো ফিচার। এছাড়া আকর্ষনীয় কিছু ফিচার রয়েছে ক্যামরাতে।

Battery

মোবাইলটিতে আপনি পাচ্ছেন 5000mAh ব্যাটারি। আপনি মোবাইলটির সাথে পাচ্ছেন 33 W চার্জার। 

Performance

মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android GB । Chipset হিসেবে পাচ্ছেন Helio G99 (6 nm)। 

RAM হিসেবে 8 GB পাচ্ছেন মোবাইলটিতে। Octa-core, up to 2.2 GHz Processor পাচ্ছেন মোবাইলটিতে।GPU হিসেবে পাচ্ছেন Mali-G5Security

Storage,Sound & Security

আপনি ROM হিসেবে মোবাইলে পাবেন ২৫৬ জিবি। তবে আপনি প্রয়োজনে  মোবাইলে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। 

মোবাইলটির সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এক কথায় খুব ভালো বলা যায়। আপনি 3.5mm Jack মোবাইলটিতে ব্যবহার করতে পারবেন। 

বর্তমান সময়ে ব্যবহার কারীরা বিশেষ করে In-display Fingerprint চায়। যারা In-display Fingerprint চাচ্ছেন তাহলে আপনি এই মোবাইলটি ক্রয় করতে পারেন। তবে ব্যবহারকারীদের কথা চিন্তা করে face unlock রাখা হয়েছে। 

আরো পড়তে পারেন:

ফোনটি কাদের জন্য ভালো হবে

যারা ফটোগ্রাফি ও গেমিং দুইটিই করতে চান তাদের জন্য Tecno Camon 20 Pro। গেমিং আপনি স্মুথলি করতে পারবেন। তাছাড়া যারা In-display Fingerprint চান এই ফোনটি তাদের জন্য বেস্ট হবে। 

(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)

4.9/5 - (29 votes)

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *