ZTE nubia Z50S Pro মডেলের একটি মোবাইল ২০২৩ সালের ২০ জুলাই এটি বাজারে আসছে এর আনুষ্ঠানিক ঘোষনা করা হয় মোবাইলটি ২৭ জুলাই থেকে আশা করি মোবাইলের বিভিন্ন শো রুম গুলিতে পাওয়া যাবে। যদিও মোবাইলটি ২৭ জুলাই ভারতের বাজারে প্রকাশ পাবে। বাংলাদেশে মোবাইলটি আসতে ১ থেকে ২ মাস দেরি হতে পারে। মোবাইটি বর্তমানে ৩টি কালার ভ্যারিয়ান্টে বাজারে পাওয়া যাচ্ছে। রং গুলি হলো Black(কালো), Gold (সোনালী) Silver(রূপালী)।
Brand | Nubia |
model number | ZTE nubia Z50S Pro |
release date | 27 July 2023 |
ZTE nubia Z50S Pro এর দাম
ZTE nubia Z50S Pro মোবাইলটি আপনি ভারতের বাজারে আপনি ৪২,২৫০ টাকায় ক্রয় করতে পারবেন। বাংলাদেশে ZTE nubia Z50S Pro মোবাইলির দাম তা আশা করা যাচ্ছে ৬০ হাজার টাকার মতো হবে। বাংলাদেশের বাজারে মোবাইলটি অফিশিয়ালি প্রকাশ পাবার পর দামটি এখন সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হবে।
Network and connectivity
ZTE nubia Z50S Pro মোবাইলটি মূলত একটি 5G মোবাইল। এই বাজেটে মূলত আপনি যেটি আশা করোছেন ঠিক তেমনি আপনি 5G নেটওয়ার্ক ব্যবহার করার সুবিধা পাচ্ছেন। তবে আপনি প্রয়োজনের উপর ভিত্তি করে আপনি 4G,3G,2G করে সেট-আপ করতে পারবেন। 4G bands হিসেবে LTE ও 5G bands হিসেবে SA/NSA আপনি পাচ্ছেন ZTE nubia Z50S Pro মোবাইলটিতে। মোবাইলটিতে আপনি দুইটি ন্যানো সিম পাবেন। আপনি মোবাইলটিতে পাচ্ছেন USB type-C। এই মোবাইলটি রেডিও ছাড়া প্রয়োজনীয় সকল কিছু রয়েছে যেমন WLAN, Bluetooth, NFC,OTG ইত্যাদি।
Network Type | 5G,4G,3G,2G |
WLAN | Yes (dual-band, Wi-Fi 802.11 a/b/g/n/ac/6e) |
Bluetooth | Yes |
Positioning | BDS, GALILEO, QZSS,GPS (L1+L5), GLONASS |
USB type-C | Yes |
NFC | Yes |
Radio | No |

Body
ওজনের দিক দিয়ে যদি বলা হয় তাহলে মোবাইলটি আপনার ভারী মনে হতে পারে। মোবাইলটির ওজন ২২৮ গ্রাম। মোবাইলটির Dimensions হিসেবে রয়েছে 163.6 x 75.9 x 8.6 mm।
Display
যদি বাংলাদেশি টাকায় বিবেচনা করা হয় তাহলে প্রায় ৬০ হাজার টাকায় AMOLED ডিসপ্লে পাবেন না এমনটা হতে পারি না। আপনি মোবাইলটিতে রয়েছে AMOLED ডিসপ্লে। ZTE nubia Z50S Pro মোবাইলটিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট, 1B colors ও আরো রয়েছে 1200 nits। যা আপনাকে রোদের মধ্যে মোবাইল ব্যবহার করতে সাহায্য করবে। মোবাইলটির ডিসপ্লে সাইজ ৬.৭৮ ইঞ্চি। মোবাইলটির Resolution হলো 1260 x 2800 pixels, 20:9 ratio (~452 ppi density).
Memory
প্রথমতো বলা যায় আপনি এই ZTE nubia Z50S Pro মোবাইলটিতে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। মোবাইলটির মোবাইলের RAM ও ROM নিম্নরূপ:
RAM | ROM |
12 GB | 256 GB |
12 GB | 1 TB |
16 GB | 1 TB |
Performance
আপনি এই মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন লেটেস্ট Android 13, MyOS 13। Chipset হিসেবেও পাচ্ছেন আপনি বর্তমান সময়ের লেটেস্ট ভার্সন chipset তা হলো Qualcomm SM8550-AB এর Snapdragon 8 Gen 2 যা (4 nm বা 4 ন্যামোমিটার)। যা একটি শক্তিশালী Chipset। আপনি CPU হিসেবে পাচ্ছেন Octa-core UP to 3.36 GHz CPU। GPU হিসেবেও রয়েছে Adreno 740 (719 MHz)।
operating system | Android 13, MyOS 13 |
Chipset | পোস্টে উল্লেখ করা হয়েছে |
CPU | Octa-core up to 3.36GHz |
GPU | Adreno 740 (719 MHz) |
Camera
মোবাইলটির পিছনের ক্যামেরায় থাকছে এিপল ক্যামেরা সেটআপ ৫০+৮+৫০ মেগাপিক্সেল। পিছনের ক্যামেরাটিতে ফিচারিস হিসেবে রয়েছে Dual-LED dual-tone flash, panorama,HDR। আপনি মোবাইলটির পিছনের ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন।
মোবাইলটির সামনের তথা সেলফি ক্যামরাটি হলো ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। যা দিয়ে আপনি 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন।
sound,battery and security
মোবাইলটি লাউড স্পিকার ভালো হলেও মোবাইল টি তে থাকছে না 3.5mm jack। মোবাইল সাউন্ড কোয়ালিটি বেশ ভালো।
মোবাইলটিতে Li-po 5100 mAh ব্যাটারি আপনি পাচ্ছেন। মোবাইলটি আপনি 80W এর চার্জার আপনি পাবেন। যা আপনি খুব দ্রুত এই মোবাইলটি চার্জ করতে পারবেন।
মোবাইলটিতে Fingerprint হিসেবে রয়েছে under display, optical ফিঙ্গারপ্রিন্ট।
মোবাইলটি কারা কিনবেন?
মোবাইলটি মূলত গেমিং ইউজারদের কাছে একটি সেরা একটি মোবাইল। এই মোবাইলটি ফটোগ্রাফি যারা করেন তাদের কাছে প্রিয়। এক কথায় মোবাইলটিকে সেরা সেরা মোবাইল বলা যায় বাজেট বিবেচনায় সেরা মোবাইল।
আরো পড়তে পারেন:
(সব খবর প্রতি মুহূর্তে পেতে ফলো করুন আমাদের Google News পেজ)